সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:২১

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্ট বার আয়োজিত বই মেলা আগামী রোববার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে দশ দিন।

রোববার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বইমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রিম বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুপ্রিম কোর্ট বার এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

সুপ্রিম কোর্ট বার -এর প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান বাসস’কে জানান, ‘এবারের বই মেলায় ৪৮টি স্টল থাকবে।

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বই মেলার আয়োজন শুরু হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট বার এর সম্পাদক ছিলেন। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘আইন পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। মেলায় আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বই স্টলে রাখা হবে। তিনি বলেন, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বার এর মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা মেলায় অনেক উপকৃত হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
কোরবানি সামনে রেখে সিরাজগঞ্জে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজা করছে খামারিরা
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় আহত ৪৯২ জনকে আর্থিক সহায়তা প্রদান
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি
১০