দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২৩:৪০

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাভারে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে গাড়ির ফিটনেস ও লাইসেন্স বাবদ দালালের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সাভার বিআরটিএ’র গাড়ি পরিদর্শনস্থল পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে অফিস হতে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে। প্রাথমিক যাচাইয়ে ৫টি ফাইলে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন দেওয়ার তথ্য পাওয়া যায়। 

এদিকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ভুয়া ঠিকাদার দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক এনফোর্সমেন্ট টিমসহ বিশেষজ্ঞ প্রকৌশলী টিম সরেজমিন পরিদর্শন ও অভিযোগে উল্লিখিত কাজের পরিমাপ গ্রহণ করে। নিরপেক্ষ প্রকৌশলীর প্রাথমিক মতামতের আলোকে অভিযোগের সত্যতা রয়েছে বলে প্রতীয়মান হয়। 

চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি ও তাদের কাছে ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলে এবং অভিযোগ সম্পর্কিত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। 

জনতা ব্যাংক পিএলসি’র লালমনিরহাট আদিতামারী শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঋণ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের  কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ঋণ প্রদান সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহপূর্বক প্রাথমিকভাবে যাচাই করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
১০