দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২৩:৪০

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাভারে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে গাড়ির ফিটনেস ও লাইসেন্স বাবদ দালালের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সাভার বিআরটিএ’র গাড়ি পরিদর্শনস্থল পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে অফিস হতে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে। প্রাথমিক যাচাইয়ে ৫টি ফাইলে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন দেওয়ার তথ্য পাওয়া যায়। 

এদিকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ভুয়া ঠিকাদার দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক এনফোর্সমেন্ট টিমসহ বিশেষজ্ঞ প্রকৌশলী টিম সরেজমিন পরিদর্শন ও অভিযোগে উল্লিখিত কাজের পরিমাপ গ্রহণ করে। নিরপেক্ষ প্রকৌশলীর প্রাথমিক মতামতের আলোকে অভিযোগের সত্যতা রয়েছে বলে প্রতীয়মান হয়। 

চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি ও তাদের কাছে ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলে এবং অভিযোগ সম্পর্কিত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। 

জনতা ব্যাংক পিএলসি’র লালমনিরহাট আদিতামারী শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঋণ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের  কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ঋণ প্রদান সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহপূর্বক প্রাথমিকভাবে যাচাই করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্মিথ-ব্রুকের সেঞ্চুরি সত্ত্বেও সিরাজের বোলিংয়ে এগিয়ে ভারত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৪২
প্রথমার্ধে ভিয়েতনামের জিডিপি বেড়েছে ৭.৫২ শতাংশ 
পাকিস্তানে ভবন ধসে আটকে পড়াদের অনুসন্ধান চলছে
মেহেরপুরে জাপানের মিয়াজাকি আম উৎপাদন
আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘হতে পারে’: ট্রাম্প
দিনাজপুরের দশমাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত 
শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেরপুরে এক বন্য হাতির মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলা কারাগারে পরিচ্ছন্নতা কর্মসূচি 
১০