মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস): বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম আজ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে সিআইডি জানতে পারে খায়রুল বাশার দীর্ঘদিন ধরে তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গড়ে তুলেছেন। 

‘বিদেশে উচ্চশিক্ষার সুযোগ’—এই আশ্বাসের আড়ালে, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শত শত শিক্ষার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই চক্রটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় চটকদার বিজ্ঞাপন, ভুয়া ভিসা প্রসেসিং, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রতিনিধিত্বের নাম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি অফিসে এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আদায় করে। 

প্রতারিত হওয়া অনেক শিক্ষার্থীর নামে কোনো আবেদনই বিদেশি প্রতিষ্ঠানে করা হয়নি, আবার অনেকেই বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে বিপদে পড়েছেন। 

সিআইডি মামলাটির প্রাথমিক তদন্তকালে এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার তথ্য পেয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই এনআই অ্যাক্টসহ প্রতারণা ও জালিয়াতির মামলায় অভিযোগ দায়ের করেছেন। 

সিআইডির অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত অর্থ নিজেদের নামে ও অন্যদের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করে তা দিয়ে স্থাবর সম্পদ ক্রয়, ব্যবসা পরিচালনা, এবং অবৈধভাবে অর্থ স্থানান্তর ও রূপান্তর করেন।

ভুক্তভোগীদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হয়ে রাজধানীর গুলশান থানাসহ সারাদেশে একাধিক মামলা দায়ের করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ৬৪ 
তানজানিয়ায় প্রধান বিরোধী দল ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন 
চট্টগ্রামে গুলিসহ যুবলীগ কর্মী গ্রেফতার
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেপ্তার
ঝালকাঠিতে অটোমেটেড ভূমিসেবা নিয়ে প্রশিক্ষণ 
অন্ধ্র প্রদেশে আঘাতের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’
বরিশালে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ : পাকিস্তান
ঝালকাঠিতে গ্রাম পুলিশের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় আসার কয়েক ঘন্টা আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
১০