নৌ পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ উদ্ধার : আটক ৩১০ 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪২

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এক সপ্তাহে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল ও মাছ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই অভিযানে ৩১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৪ কোটি ২৯ লাখ, ৪১ হাজার ৯৯৬ মিটার অবৈধ জাল, ২ হাজার ৫১২ কেজি মাছ জব্দ এবং নদী এলাকায় ৪০১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৯টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের এবং ১০টি ড্রেজার জব্দ করা হয়। 

৭ দিনব্যাপী এই অভিযানে ৩১০ আসামীকে গ্রেফতার করা হয়। এ সময়ে মৎস্য সংক্রান্ত ৩৬টি, বেপরোয়া গতি সংক্রান্ত ১৬টি, ৬টি মাদক, ২টি চাঁদাবাজি, ৫টি অপমৃত্যু, ২টি বালুমহাল, অস্ত্র আইনে ২টি এবং  বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলাসহ মোট ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এবং উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০