সেতু বিভাগে পাঁচ তরুণের ইন্টার্নশিপ সম্পন্ন 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:২১

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস):  সেতু বিভাগে বিভিন্ন বিষয়ে পাঁচ তরুণ সফলভাবে তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। 

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সেতু বিভাগের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় ইন্টার্নদের মাঝে সনদপত্র প্রদান করেন।

গত ১৬ এপ্রিল  হতে ১৬ জুলাই  পর্যন্ত তিন মাস মেয়াদে এই ইন্টার্নশিপের আয়োজন করা হয়।

ইন্টার্নশিপের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা তাঁদের জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং তাঁরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। 

সেতু বিভাগের সচিব ইন্টার্নদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, ‘ইন্টার্নরা সেতু বিভাগ এবং আওতাধীন সংস্থা সেতু কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে তা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখবে। একইসাথে দেশের সেবায় নিজেদেরকে একজন সুনাগরিক ও দক্ষ কর্মী হিসেবে উৎসর্গ করবে বলে আমি বিশ্বাস করি।’ 

সনদ প্রদান অনুষ্ঠানে ইন্টার্নরা তাঁদের ইন্টার্নশিপ সময়ে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা এবং বেশ কিছু সুপারিশ প্রদান করেন। 

ইন্টার্নশিপ সনদ প্রদান অনুষ্ঠানে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১০