ভারত কখনো আমাদের ভালো চায়নি : এটিএম আজহার 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৩৪
এটিএম আজহারুল ইসলাম বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জ উপজেলায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারত কখনো আমাদের ভালো চায়নি। সব সময় ক্ষতি করার চেষ্টা করে আমাদের।

তিনি বলেন, ‘দেশটি (ভারত) সব সময় নিজের স্বার্থটাই সবার আগে দেখে। কখনো বাংলাদেশের স্বার্থ বিবেচনা করেনি।’ 

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল এলাকায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ভারতের নীল নকশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচার খুনি হাসিনা একে একে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নেতৃত্ব শূন্য করার পাঁয়তারা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেটা করতে পারেনি।

তিনি বলেন, লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে আমাদের নেতাদেরকে হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল আওয়ামী লীগ। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দমে যায়নি। আমাদের দামাল ছেলেরা জুলাই আগস্টে নিজের জীবন দিয়ে খুনি হাসিনা ও তার দোসরদের শায়েস্তা করেছে।

ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম মিলিটারির সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, বদরগঞ্জ উপজেলা আমীর কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
১০