নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২০:২৯

নারায়ণগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চন এলাকার বিক্রমপুর স্টিল লিমিটেড মিলে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—বেল্লাল হোসেন (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়েছে।

বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মচারী আরিফ খান বলেন, ভোরে লোহা গলানোর সময় হঠাৎ করে ভাট্টির একটি অংশ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এ সময় মিলের ওই তিন শ্রমিক দগ্ধ হন। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রূপগঞ্জ থেকে ভোরে দগ্ধ তিন শ্রমিককে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে বেল্লালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ পুড়ে গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মিলের দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১০