নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২০:২৯

নারায়ণগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (বাসস) : জেলার রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চন এলাকার বিক্রমপুর স্টিল লিমিটেড মিলে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—বেল্লাল হোসেন (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়েছে।

বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মচারী আরিফ খান বলেন, ভোরে লোহা গলানোর সময় হঠাৎ করে ভাট্টির একটি অংশ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এ সময় মিলের ওই তিন শ্রমিক দগ্ধ হন। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রূপগঞ্জ থেকে ভোরে দগ্ধ তিন শ্রমিককে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে বেল্লালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ পুড়ে গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মিলের দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৮ : সিভিল ডিফেন্স
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নগরীতে চলে গণগ্রেপ্তার, থমথমে ছিল কুমিল্লা
নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু
২৭ জুলাই : আরও দুই সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেয় ডিবি, ৩ দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
১০