সীমান্তে দুইজন হত্যা করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : খেলাফত মজলিশ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২০:৫৮

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রৈমাসিক বৈঠকে নেতৃবৃন্দ ফেনী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত তার চিরাচরিত আধিপত্যবাদী আচরণ এখনো বন্ধ করেনি। বিনা উসকানিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

তারা বলেন, ভারত মনে করছে নতুন বাংলাদেশের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে পার পেয়ে যাবে। ফেনী সীমান্তে দুইজন হত্যা করে ভারত আবারো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আমরা অন্তর্বর্তী সরকারকে এজন্য ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায় করার জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।

আজ দুপুরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিশ মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, মাওলানা শেখ সালাহউদ্দিন, অধ্যাপক এ কে এম মাহবুব আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নগরীতে চলে গণগ্রেপ্তার, থমথমে ছিল কুমিল্লা
নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু
২৭ জুলাই : আরও দুই সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেয় ডিবি, ৩ দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
১০