আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:০৫
শনিবার কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে শুক্রবার শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে সংবাদ সম্মেলন করে জেলা এনসিপি। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল শনিবার কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে। 

এ উপলক্ষে আজ শুক্রবার শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৌলভীবাজার থেকে দুপুরে যাত্রা শুরু করে কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জে এসে পৌঁছাবেন। 

এরপর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়ে পুরান থানায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রা ও সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন জানান, “পদযাত্রাটি হবে সম্পূর্ণ সুশৃঙ্খল ও সংক্ষিপ্ত পরিসরে। 

এতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নগরীতে চলে গণগ্রেপ্তার, থমথমে ছিল কুমিল্লা
নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু
২৭ জুলাই : আরও দুই সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেয় ডিবি, ৩ দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
১০