ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:১৪
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।'

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সবপর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট, ভুয়া এবং ভিত্তিহীন।

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার জাল স্বাক্ষর ব্যবহার করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০