অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:২৮ আপডেট: : ২৫ জুলাই ২০২৫, ২২:৩২
আমার বাংলাদেশ(এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ চট্টগ্রাম প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে আমার বাংলাদেশ(এবি) পার্টির জুলাই অভ্যুত্থান উদযাপনের অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, 'ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছে, কিন্তু সে উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেন নাই।'

আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।

মঞ্জু বলেন, জুলাই কোন একক ব্যক্তির, একক রাজনৈতিক দলের ইশারায় সংগঠিত হয়নি, সংখ্যার বাহাদুরি দিয়ে গণঅভ্যুত্থান হয়না, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তার একটি প্রমাণ। শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক আবু সাঈদ সকল রাজনৈতিক দলের চেয়ে বড়।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.),নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ-সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলা আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বঙ্গোপসাগরে জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মির্জা ফখরুলের শুভেচ্ছা 
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি
ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বন্ধের মুখে এয়ার কানাডা
নানা আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পালিত
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১০