মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:৪৮ আপডেট: : ২৫ জুলাই ২০২৫, ২৩:২১
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত করেন। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন এন্ড কলেজের দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন। 

এই সময় তিনি বলেন, গত ১৫/১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল

এ সময় তিনি  দেশকে নতুনভাবে নির্মাণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এ রকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোন সুযোগ নাই। এ রকম জনবহুল এলাকায় প্রশিক্ষণের কারণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের
খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
আমার শহরে জুলাই অভ্যুত্থান / লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ, চলে গণগ্রেফতার
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
১০