সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২৩:৪৫ আপডেট: : ২৬ জুলাই ২০২৫, ১০:১৫

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প নগরী থেকে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেল চুরি হওয়া পশুর চামড়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়েছে।  এতে জানানো হয়, গত ৬ জুলাই সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার এর প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৫হাজার স্কয়ার ফিটের ১৬ বান্ডেল পশুর চামড়া চুরি হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জোনায়েদ হোসেন পলাশ সাভার মডেল থানায় চুরির মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চামড়া শিল্প নগরী এলাকা হতে মো. রাসেলকে(৩৫) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. জাহাঙ্গীর আলমকে (৫৮) রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে গ্রেফতারসহ তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের
১০