বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : সেলিম উদ্দিন

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:৫৩ আপডেট: : ২৬ জুলাই ২০২৫, ২১:০৩
আজ উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। ছবি : বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। 

তিনি আজ শনিবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

এর আগে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করেন। 

তিনি শোকাহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা ও বিপদে ধৈর্য ধারণের পরামর্শ দেন। এছাড়া তাদের সুবিধা-অসুবিধার কথা ধৈর্য সহকারে শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি আদর্শবাদী ও মানবিক রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছি। 

তিনি বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর কেন্দ্র থেকে জামায়াত আমিরের  নেতৃত্বে এবং মহানগরী উত্তর থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আমাদের অ্যাম্বুলেন্সগুলোকে দুর্ঘটনার পর পরই জরুরি সেবায় নিয়োজিত করেছি। আমরা দগ্ধদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে অভিজ্ঞ চিকিৎসক তথা ২০জন প্লাস্টিক সার্জনকে নিয়োজিত করেছি। নিহত পরিবার ও আহতদের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এমনকি ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালকে দুর্ঘটনা কবলিতদের জন্য ফ্রি চিকিৎসার জন্য জামায়াত আমিরের  পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনে আমরা যেকোনো  জরুরি পদক্ষেপ গ্রহণে প্রস্তুত আছি। 

তিনি বলেন, কিন্তু স্বৈরাচারের দোসররা এ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রহাতে সচিবালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। কিন্তু এতটা ধৈর্য ধরা সরকারের ঠিক হয়নি। 
তিনি পতিত স্বৈরাচারের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০