ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১৭

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : সারা দেশে ১০ প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত ১৯ থেকে ২৫ জুলাই  পর্যন্ত ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীন  এই জরিমানা আদায় করা হয় বলে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে সুনামগঞ্জের হাবিব টাইগার মসলা প্রোডাক্টসকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের অরফিয়া ফুড প্রোডাক্টসকে নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে ১ লাখ টাকা, পাবনার এইচ বিডি ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিজ প্রা. লি.-কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ বা প্রক্রিয়াকরণ ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়। সিলেটের পুষ্টি ফুডসকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের জন্য ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ঢাকার রয়েল প্যাকেজিংকে নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন করার জন্য ৬০ হাজার টাকা, নাটোরের বিদু রায়ের দোকানকে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জামালপুরের কুসুমকলি বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের জন্য ৫০ হাজার টাকা, রংপুরের মেডিকেয়ার ক্লিনিক এন্ড নার্সিং হোমকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বগুড়ার ওয়ান ফুডকে পণ্যের মোড়ক ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণ করার জন্য ৫০ হাজার টাকা এবং নারায়ণগঞ্জের আল ওয়ালি কেমিক্যালস এন্ড কনজ্যুমারসকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
১০