পালিয়ে যাওয়া স্বৈরাচার এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:৫৭
ছবি : বাসস

হবিগঞ্জ, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী নেত্রী বিদেশ থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা সবাই পালিয়ে যায়নি, তারা যেকোনো সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এজন্য বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

রোববার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা বিএনপির কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আস্থা রাখতে হবে যে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচনের ব্যবস্থা করবে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠছে।

নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দীকি। এছাড়া বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, হাজী এনামুল হক প্রমুখ।

পরে গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
১০