গোপন বৈঠক: মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:৩৩

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ‎সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনের (২৬) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ আগস্ট তাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ ‘গোপন বৈঠকের’ আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন তিন থেকে চারশ’ জন। সেখানে তারা ‘সরকারবিরোধী স্লোগান’ দেন।

সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করা, মানুষের মধ্যে ‘আতঙ্ক সৃষ্টি করে’ শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মতো পরিকল্পনা করা হয়।

এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় মণ্ডল গত ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নাটোরে জুলাই শহীদদের স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
তিতাস ও বাখরাবাদে উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রার ২টি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননে চুক্তি স্বাক্ষর
আদিবাসী দিবস উপলক্ষ্যে এনটিভিতে প্রচারিত হবে নাটক জয়া
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার : বাংলাদেশ ব্যাংক
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত
সিভাসু’তে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মায়ের মৃত্যু : প্রধান বিচারপতির শোক
স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী রিজভী
১০