ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, আগামীতে দেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমন একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ও প্রস্তুতি দেখতে পাবো।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তুরাগ থানার শুক্রাভাঙ্গা গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।
উল্লেখ্য, মাসুমা বেগম সম্প্রতি একটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত হন।
রিজভী আরও বলেন, ‘আমরা এমন একটি শাসন চাই, যা হবে জনগণের প্রতি সত্যিকারের জবাবদিহিমূলক।’
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘যদি বিমানে ত্রুটি থাকে, তা হলে তা প্রকাশ করা উচিত। তথ্য গোপন করার কালচারের কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং গুজব ছড়ানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।’
এ সময় নিহত মাসুমা বেগমের স্বামী মো. সেলিম ছাড়াও তার পাশে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আলফাজ উদ্দিন, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আলমাছ আলী, চান মিয়া বেপারী ও আলী আহমেদ।