বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৮:১৬

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘সেটেলমেন্ট অব অডিট অবজারভেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু সাইট অফিসে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

প্রশিক্ষণে রিসোর্সপার্সন ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সরকারি সম্পদ কর্মকর্তাদের কাছে জনগণের আমানত স্বরূপ। 

সরকারি প্রতিটি পয়সা যেন সরকারি বিধিবিধান মেনে খরচ করা হয়, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি বক্তব্যে নির্দেশনা দেন। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচিব। 

সেতু সচিব সকলকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন এবং অডিট আপত্তি নিষ্পত্তির জন্যে সরকারি বিভিন্ন সার্কুলার যথাযথ অনুসরণ করে অডিটের জবাব প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। 

এ ছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের জন্য গুরুত্বারোপ করেন। 

প্রশিক্ষণে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পদ্মা সেতু সাইট অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  
পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র
যৌথ বাহিনীর এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ১৩১
টাঙ্গাইলে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 
অধস্তন আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় স্বার্থে সব দলকে এক করতে চায় বিএনপি: সালাহউদ্দিন
১০