ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদুজ্জামান শহীদ শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শহীদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও কো-অপারেটিভ জুট মিলের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, 'সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মো. শহীদুজ্জামান শহীদ নরসিংদী জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মো. শহীদুজ্জামান শহীদকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।'
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি’র যুগ্ম মহাসচিব, সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এবং নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর এলাহী পৃথক শোকবার্তায় নরসিংদী জেলা বিএনপি’র উপদেষ্টা মো. শহীদুজ্জামান শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মো. শহীদুজ্জামান শহীদকে একজন ধার্মিক, সমাজসেবক, নীতিবান ও সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।