ময়মনসিংহ, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্যাসিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ তখনই মাথাচাড়া দেয়, যখন ক্ষমতা এককভাবে কোনো একদল বা ব্যক্তির হাতে সীমাবদ্ধ থাকে। একের অধিকবার সংবিধান সংশোধন করে ক্ষমতা স্থায়ী করার প্রচেষ্টা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। তাই দেশের গণতান্ত্রিক ও সুশাসিত ভবিষ্যতের জন্য জনগণের একমাত্র ভরসা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন।’
গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম কাসেমী, শ্রমিকনেতা মনিরুজ্জামানসহ জেলা ও থানার নেতৃবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করেছে। এটি একটি সুন্দর, স্থিতিশীল এবং সুশাসিত সমাজ নির্মাণের ভিত্তি।’
তিনি আরো বলেন, ‘দেশের রাষ্ট্রসংস্থান সংস্কার, অতীতের গণহত্যা ও অন্যায়ের বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি এবং ফলপ্রসূ নির্বাচন নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।’
তিনি জনগণকে সতর্ক করে বলেন, ‘সমাজকে প্রতিহিংসা, চাঁদাবাজি, সহিংসতা ও অন্যায় থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দায়িত্বশীল করবে এবং নাগরিকদের ভোটাধিকার কার্যকরভাবে প্রতিফলিত হবে।’