আব্দুস সালাম ও শিমুল বিশ্বাসের আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৪৯
বিএনপি নেতা আব্দুস সালাম ও শিমুল বিশ্বাস। ছবি ও কোলাজ : বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তির জন্য ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে (৭ম তলা) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য-সচিব এডভোকেট আবুল হোসেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের এহসানুল হক, ওলামা দলের ঢাকা মহানগরের মাওলানা মো. সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইউনিয়নের সভাপতি এম. এ. বারী। 

দোয়া মাহফিলে দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালিউর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
১০