ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার শামসুদ্দোহাকে ঢাকার নবাবগঞ্জে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার নবাবগঞ্জে পানালিয়া ওয়ান্ডেরালা গ্রিনপার্কের বাড়ি থেকে আজ রোববার বেলা ১১টায় খন্দকার শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক এই অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।