ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সমুদ্রে বিকল হওয়া ফিশিং বোট ‘এফবি ইভা’সহ ১১ জেলেকে আজ রোববার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৩০ আগস্ট মাতারবাড়ি এলাকা থেকে ‘এফবি ইভা’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল রাতে বোটটি বিকল হয়ে যায়। এভাবে প্রায় ১১ ঘণ্টা যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গতকাল শনিবার দিবাগত রাত ১ টা ২৫ মিনিটে উক্ত বোটের এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সাহায্য চায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি সাহায্য চাওয়ার পর আজ রোববার সকাল ৯ টায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করে।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধারকৃত জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলেও জানানো হয়।