ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা বটতলী শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না। যদি কেউ করতে চান, তবে এখনই বের হয়ে যান। তার স্থান বিএনপিতে হবে না।

আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলা বটতলী শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির পাহারা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আর হিন্দু সম্প্রদায়ের লোকজন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার সময়। তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুর করেছে তারা।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, হিন্দু সম্প্রদায় যেন সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য তারেক রহমান সব সময় নেতাকর্মীদের তাগিদ দেন। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বিএনপি হলো গণমানুষের দল আর রাজনীতি হলো সম্মানের, তাই সবাইকে সমীহ করে চলতে হবে। সম্মান দিতে হবে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মান্দারী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, বটতলীসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম নোমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, বিএনপি নেতা গোলাম সরোয়ার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর কুমার মজুমদারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০