বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৭
রোববার নবনির্মিত ভোলা গজনবী আধুনিক স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক এ কথা বলেন। ছবি : বাসস

ভোলা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বিএনপির ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো একটি করে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। 

তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ গড়তে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে সতেজ করার নানা উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার নবনির্মিত ভোলা গজনবী আধুনিক স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

আমিনুল হক এসময় আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে বিভিন্ন ইভেন্টের আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করছি। পাশাপাশি নতুনদের খেলার প্রতি আগ্রহী করে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির সদস্য মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. জাহিদ ইকবাল আলমাছ, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান মাসুদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নজরুল ইসলাম গোফরান প্রমুখ।

দীর্ঘ বছর ভোলার ঝিমিয়ে পড়া ফুটবল খেলাকে চাঙ্গা করে তুলতে নবনির্মিত আধুনিক গজনবী স্টেডিয়ামে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার আয়োজন করেন ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার মো. আল-আমীন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠিত খেলায় দুটি দল প্রতিযোগিতা করেন। ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাব। ঢাকা সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা হলেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় সাবেক স্ট্রাইকার আলফাজ উদ্দিন, কাঞ্চন, ডন, জাহিদ পারভেজসহ আরো অনেকে এবং ভোলা সোনালী অতীত ক্লাবের অধিনায়ক ঈমান আলীর নেতৃত্বে খেলায় অংশ নেন মোস্তফা কামাল, রনি, ভাই গোপাল, ঝন্টু, মিলন, রবিন চৌধুরী ও মহিউদ্দিনসহ অন্যরা ।

কানায় কানায় দর্শকে পরিপূর্ণ মাঠে টানটান উত্তেজনায় এ খেলাটি উপভোগ করেন দর্শকরা। ৪-২ গোলে শেষ হয় খেলাটি। প্রথমার্ধের খেলায় ঢাকা মিরপুর সোনালী অতীত একে একে ৪টি গোল দিয়ে খেলাটি নিয়ন্ত্রণে রাখেন। তবে প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করতে সক্ষম হয় ভোলা সোনালী অতীত ক্লাব। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় আরো ১টি গোল পরিশোধ করেন ভোলা সোনালী অতীত ক্লাব। এরপর অপর দুটি গোল পরিশোধ করতে মাঠ চষে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এতে ৪-২ গোলে বিজয়ী হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব।

খেলা শেষে রোববার সন্ধ্যায় ভোলার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০