ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। সব ম্যাচই দুপুর দেড়টা থেকে শুরু হবে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৬, ২৮ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি খেলে ক্যারিবীয়রা।