ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে চট্টগ্রাম।
দলের পক্ষে ৪৫ রান করে করেন মোমিনুল হক ও শাহাদাত হোসেন। মোমিনুল ৩৭ বল খেলে ৬টি চার এবং শাহাদাত ৩৩ বল খেলে ৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন। শেষ দিকে নাইম হাসানের ১৩ রানে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম। রাজশাহীর এসএম মেহেরব ও আসাদুজ্জামান পায়েল ২টি করে উইকেট নেন।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে ম্যাচ হারে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন প্রিতম কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করে করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাব্বির হোসেন।
২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চট্টগ্রামের অফ-স্পিনার মোহাম্মদ রুবেল।