ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা)-২০২৫ এর কাপ পবের্ব দ্বিতীয় দিনে ৬টি খেলা অনুষ্ঠিত হয়।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচগুলোতে বালিকা বিভাগের খেলায় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৩-১ গোলে সাউথ পয়েন্ট বনানী শাখাকে হারিয়েছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৮-০ গোলে এগিয়ে ছিল। অপর খেলায় সানিডেইল ২২-০ গোলে সাউথ পয়েন্ট মালিবাগ শাখাকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০ গোলে এগিয়ে ছিল।
বালক বিভাগের খেলায় গভ. মুসলিম হাইস্কুল ১৮-১১ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৮-৭ গোলে এগিয়ে ছিল। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৩-১৫ গোলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। প্রথমার্ধে জয়ী দল ১১-৪ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ১৪-১১ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। প্রথমার্ধে জয়ী দল ৮-৫ গোলে এগিয়ে ছিল। সানিডেইল ২৩-৫ গোলে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-৪ গোলে এগিয়ে ছিল।