ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে ভিসা জটিলতায় পড়েছেন বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার। ফলে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে সৌম্যর খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
পেশীর ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মাঝপথে মাঠে বাইরে ছিটকে যান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। লিটনের জায়গায় আফগান সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সৌম্য। ঐ সিরিজ খেলতেই শারজাহ যাবেন তিনি।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ভিসা পেতে অন্তত তিন দিন সময় লাগতে পারে। তাই সিরিজের শুরুতে সৌম্যর অংশ গ্রহণ অনিশ্চিত।
সর্বশেষ গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সৌম্য। চলমান এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে ভাল ছন্দে আছেন তিনি। খুলনা বিভাগের হয়ে নিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে- ৪৫ এবং ৬৩ রানের ইনিংস খেলেছেন সৌম্য।
শারজায় আগামী ২, ৩ ও ৫ অক্টোবর তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।