বাবুর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম জয় রংপুরের

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পেসার আলাউদ্দিন বাবুর বোলিং নৈপুণ্যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর বিভাগ।

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রংপুর ৬ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে। বল হাতে ১৬ রানে ৫ উইকেট নেন বাবু। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারায় বরিশাল বিভাগ। এসময় কোন উইকেট শিকার করেননি বাবু। তবে বরিশালের শেষ ৫ উইকেটের সবগুলোই শিকার করেন তিনি। ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয় বরিশাল। 

বরিশালের হয়ে চারজন ব্যাটার দুই অংকে পা রাখেন। সর্বোচ্চ ২৭ রান করেন ফজলে মাহমুদ। এছাড়া জাহিদুজ্জামান ২২, রাফসান আল মাহমুদ ১৯ ও সোহাগ গাজী ১৩ রান করেন। 

দলের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে ৩.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট নেন বাবু। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই সেরা বোলিং বাবুর। 

১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও ওপেনার অনিক সরকার সেতুর মারমুখী ব্যাটিংয়ে জবাব দিতে থাকে রংপুর। 

তিন নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন ২৪, অধিনায়ক আকবর আলি ১৭ ও বাবু শূন্য হাতে ফিরলেও সেতুর দায়িত্বশীল ইনিংসে ৩৯ বল বাকী থাকতে জয় পায় বরিশাল।

৩টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৪ রান করেন সেতু। তার সাথে ৯ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন। ম্যাচ সেরা হন বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া সরে দাঁড়ালো
স্মারক রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক
চাঁদপুরে লঞ্চে গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
১০