ঢাকা, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর সবুজবাগ থানার বিভিন্ন ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল এ কর্মসূচিতে নেতৃত্ব দেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন ও হাবিবুর রশিদ হাবিব৷
বিএনপি নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা এবং আর্থিক অনুদান পৌঁছে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সবুজবাগ থানা বিএনপি সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আশরাফুল রহিম, যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াহইয়া, বশিরুল আলম ফারুক, শফিকুর রহমান খোকন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটন, সাধারণ সম্পাদক এম. এ মতিন, সাংগঠনিক সম্পাদক রাসেল কবির, ৪ নম্বর ওয়ার্ড (বাসাবো) বিএনপির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. নাঈম, সাধারণ সম্পাদক (মাদারটেক) মো. ইকবাল হোসেন, ৭৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল আহমেদ মাকসুদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সবুজবাগ থানার সদস্য সচিব বেল্লাল হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সভাপতি সোহাগ ভুইঁয়া ও সাবেক যুগ্ম-আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফয়সাল প্রমুখ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।