নরসিংদী, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে দেশ পরিচালনা দায়িত্বভার প্রদান করবে, আমরা তাকেই স্বাগত জানাব।
গতকাল নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এ নয়, আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। যদি এমনটি মনে করি, তাহলে সেটা হবে ভুল।
তিনি বলেন, আসুন আমরা অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বারবার ফিরে এসে আমাদের সমাজের সুশীল ও ভালো মানুষের ওপর জুলুম করে থাকে।
মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, আজকে এক বছর পর বাংলাদেশে সেই চিত্র কিন্তু নেই। আমাদের সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, জুলুম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করব।
তিনি আরও বলেন, এ দেশে আমরা ন্যায় ও সুশীল সমাজের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তোরণ করব। এ দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনা দায়িত্বভার প্রদান করবে, আমরা তাকেই স্বাগত জানাব।
এ সময় উপস্থিতি ছিলেন সেবা সংঘের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু প্রমুখ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।