লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা দুলু

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৭
লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

লালমনিরহাট, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): তিস্তার বন্যায় বিপর্যস্ত লালমনিরহাটে পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আজ সোমবার বিকেল ৫ টায় তিনি নৌকাযোগে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।

ত্রাণ কার্যক্রমে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণের পর দুলু বলেন, তিস্তার বন্যায় মানুষ চরম দুর্ভোগে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে—দুর্যোগে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরও বলেন, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, এই বন্যা তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ক্ষতি কমানোর জন্য সরকার, সমাজের বিত্তবান ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

তিনি আশ্বাস দেন, বিএনপি পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। 

আসাদুল হাবিব দুলু বলেন, কেউ যেন অনাহারে না থাকে এবং চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—তার জন্য দলীয়ভাবে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য সব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
১০