ঢাকা, ৭ অক্টোবর , ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ২৯ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতকারীরা ব্যানারসহ অবৈধ মিছিল করার জন্য সমবেত হয়। আসামিরা মিছিল নিয়ে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়ে জনমনে ভীতি সৃষ্টি করতে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় পরদিন ২৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেন পুলিশ।