সাবেক এমপি বুবলী দুইদিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:২৭ আপডেট: : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
তামান্না নুসরাত বুবলী । ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ অক্টোবর , ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ২৯ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতকারীরা ব্যানারসহ অবৈধ মিছিল করার জন্য সমবেত হয়। আসামিরা মিছিল নিয়ে  আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়ে জনমনে ভীতি সৃষ্টি করতে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় পরদিন ২৫ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন
ইসরাইলে হামাসের হামলার বার্ষিকীতে বিক্ষোভ না করার আহ্বান স্টারমারের
বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
১০