
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম আবুল হোসেন (৪৮)।
শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেটের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার) এ তথ্য জানানো হয়।
এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।