শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:০২

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ (বাসস) : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি। আর এর মাধ্যমে ২০২৫ এমএলএস গোল্ডেন বুট এ্যাওয়ার্ডও জয় করে নিয়েছেন আর্জেন্টাইনার এই সুপারস্টার। এনিয়ে মেজর লিগ সকারে তিনি দ্বিতীয় হ্যাটট্রিক করলেন। 

শনিবার মেসির হ্যাটট্রিক ও এক এ্যাসিস্টে মিয়ামি ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে। নিয়মিত মৌসুমের ২৮ ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ২৯ গোল করে প্রথমবারের মত এমএলএস’এ শীর্ষ গোলদাতা হয়েছেন। 

এই তালিকায় তার নিকটবর্তী চ্যালেঞ্জার ছিলেন এলএএফসি’র ডিনেস বওয়ানগা ও ন্যাশভিলের স্যাম সারিজ। এই দুজনেই ২৪টি করে গোল করেছেন। 

এমএলএম’এ মেসির ২৯ গোলের থেকে অতীতে আর মাত্র তিনজন খেলোয়াড় বেশী গোল করেছেন। তারা হলেন, কার্লোস ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জøাটান ইব্রাহিমোভিচ (৩০)।

আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি এবারের লিগে সর্বোচ্চ ১৯টি এ্যাসিস্ট করেছেন। নিয়মিত মৌসুমে এই তালিকায় ৪৯টি এ্যাসিস্ট করে শীর্ষে রয়েছেন ভেলা।  

মেসির নৈপুন্যে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে। এর মাধ্যমে প্লে—অফে খেলাও নিশ্চিত হয়েছে মিয়ামির। ২০২৫ এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে মিয়ামি আবারো ন্যাশভিলের মুখোমুখি হবে। 

ইন্টার মিয়ামি কোচ জেভিয়ার মাশেরানো বলেছেন, ২০২৫ সালে এমএলএস মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিততে মেসি মাঠে যথেষ্ঠ দিয়েছেন। এর মাধ্যমে প্রথম কোন খেলোয়াড় হিসেবে টানা দুই বছর মেসি এই এ্যাওয়ার্ড জিতলেন। 

গত বছর ২০ গোল ও ১৬ এ্যাসিস্টে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
তেল চুরির অভিযোগে যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোতে দুদকের অভিযান
বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
জাপানে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন খুবির ৭ শিক্ষার্থী
সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
১০