শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:৩০

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভারতের নাভি মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, পরের চার ম্যাচই হেরে যায় বাংলাদেশ। 

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে টাইগ্রেসরা। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে নিগার সুলতানারা দল। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণার পরিবর্তে একাদশে ফিরেছেন নাহিদা আকতার ও মারুফা আকতার। 

বাংলাদেশের সমান ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে শ্রীলংকা। 

ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ দু’বার হেরেছে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নিশিতা আকতার নিশি, নাহিদা আকতার ও মারুফা আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মিথুন
ভূমিহীনদের টাকা আত্মসাৎ, চট্টগ্রামে এনজিও ‘র‌্যাডন’ কর্মকর্তার কারাদণ্ড
হিমালয় ও বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র সুরক্ষায় অংশীদারিত্বের ওপর জোর বিমসটেকের
ধামরাইয়ে ইউনিয়ন পর্য়ায়ে শুরু হয়েছে জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা
আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে: এ্যানি
কিশোরগঞ্জে নারী শিক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে সভা
সাম্প্রতিক অরাজকতায় দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: রুহুল কবির রিজভী
বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা : যুগ্ম সচিব আবুল খায়ের
পটুয়াখালীতে মেলা বন্ধে এলাকাবাসীর ডিসির কাছে আবেদন
১০