নিউজিল্যান্ড দলে ফিরলেন উইলিয়ামসন

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৬

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দীর্ঘ সাত মাস পর নিউজিল্যান্ড দলে ফিরলেন সাবেক অধিনায়ক কেন উইলিয়াসন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন।

দেশের হয়ে সর্বশেষ মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের একটিতেও খেলেননি উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাবার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। তবে উইলিয়ামসনের ছোট মেডিকেল ইস্যু সমস্যাও ছিল বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।

উইলিয়ামসনের সাথে নিউজিল্যান্ড দলে ফিরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও অলরাউন্ডার ন্যাথান স্মিথও। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্মিথ। গেল বছরের নভেম্বরে অভিষেকের পর ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন  তিনি।

উইলিয়ামসন ও স্মিথের দল ফেরা নিয়ে নিউজিল্যান্ড কোচ স্মিথ বলেন, ‘কঠোর প্ররিশ্রম করে ইনজুরি থেকে সুস্থ হয়েছেন উইলিয়ামসন ও স্মিথ। তারা ফেরায় দল উজ্জীবিত হবে। আমরা সবাই উইলিয়ামসনের দক্ষতা-সামর্থ্য, অভিজ্ঞ ও নেতৃত্বগুণ সর্ম্পকে জানি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথের পথচলা খুব বেশি না হলেও আমরা তার অলরাউন্ড পারফরমেন্সের প্রমান পেয়েছি।’

ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও টম লাথাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তারা। এরপর অবশ্য বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়নি স্যান্টনারকে। গত জুলাইয়ে টেস্ট ও টি-টোয়েন্টি দিয়ে আবারও দলে ফিরেছেন স্যান্টনার। তবে ঘাড়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি লাথাম।

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাননি ফিন অ্যালেন, লুকি ফার্গুসন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও বেন সিয়াস।

আগামী ২৬ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সিরিজের বাকী দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২৯ অক্টোবর ও পহেলা নভেম্বর।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন
বৈশ্বিক ডিসপ্লে বাজারে স্থবিরতা, চলতি বছর কমতে পারে আয় 
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস আলম
দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান
গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন কুবি’র ১২ শিক্ষক
অস্বচ্ছল নাগরিকদের টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে: চসিক মেয়র
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
কুমিল্লায় বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত
১০