অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড-অ্যাবট

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪০ আপডেট: : ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৫০

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও সিন অ্যাবট। 

গত বুধবার থেকে শুরু হওয়া শেফিল্ড শিল্ডের দশম ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে মাঠে নামেন হ্যাজেলউড ও অ্যাবট। ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারা। এরপর স্ক্যান করানোর পর হ্যাজেলউডের কোন সমস্যা ধরা না পড়েনি। তবে অ্যাবটের হ্যামস্ট্রিং সমস্যা দেখা যায়।  

গত শনিবার ফলো-আপ স্ক্যানে লো-গ্রেড পেশির চোট ধরা পড়ে হ্যাজেলউডের। ফলে অ্যাবটের মত অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে যান তিনিও। 

হ্যাজেলউডের জায়গায় প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন পেসার মাইকেল নেসার। ২০২১ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ২ টেস্টে ৭ উইকেট শিকার করেছেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে অসিদের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন নেসার। 

অ্যাবটের পরিবর্তে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন ব্রেন্ডান ডগেট। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচ খেলে ১৯০ উইকেট শিকার করেছেন তিনি। চলমান শেফিল্ড শিল্ডে দুই ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন ডগেট।

পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও। ২০১৪ সালের পর ঘরের মাঠে কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়া মাত্র দু’টি টেস্ট খেলেছে অস্ট্রেলিায়া। ২০২১ সালে ইংল্যান্ড ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ছিলেন না তারা।

আগামী ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা শুরু
শেখ হাসিনা ছিলেন বিশ্বের নিষ্ঠুরতম স্বৈরশাসক : হাফিজ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯
চীনা বিনিয়োগ কাজে লাগিয়ে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের
নির্বাচন ব্যাহত করতে গুপ্ত শক্তির অপচেষ্টা চলছে : এ্যানি
রবিউলের তোপে প্রথম দিন অলআউট বরিশাল
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছিল
মালয়েশিয়ায় পেনাং রোডশোতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনা প্রদর্শন
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ উদ্ধার : মূলহোতাসহ ২ জন রিমান্ডে
১০