স্বাভাবিক জীবনে ফিরতে আপ্রাণ চেষ্টা করছেন মিলাদ

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১
মিলাদ হোসেন -ছবি : বাসস

প্রতিবেদন : সৈয়দ এলতেফাত হোসেন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) :  জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মিলাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তার এক হাত অচল হয়ে গেছে। তবু তিনি এই ভেবে স্বস্তি পান যে  তার অঙ্গহানির বিনিময়ে হলেও দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে।

‘অবশেষে বাংলাদেশ হাজারো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। আমি আশা করি, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সব ধরনের স্বৈরতন্ত্র ধ্বংস হবে,’ বাসস-এর সঙ্গে আলাপকালে মিলাদ কথাগুলো বলেন।

২০২৪ সালের ১৯ জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বিজয়নগর এলাকায় ছাত্রদলের এক মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ৩০ বছর বয়সী মিলাদ।

তিনি বলেন, ‘আমি যখন ভাবি যে দেশের মুক্তির জন্য আমি রক্ত দিয়েছি, তখন শান্তি পাই, স্বস্তি পাই।’

ভয়ংকর স্মৃতি

মিলাদ স্মরণ করেন, ১৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি সমাবেশ আহ্বান করেছিল, যা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে অনুষ্ঠিত হয়।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে বিএনপির ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা পল্টন টাওয়ার চত্বর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছিলেন।

‘আমরা বিকাল ২টার দিকে মিছিল শুরু করি, কিন্তু বিজয়নগর পানির ট্যাংকির পাশে মোতায়েন করা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।

তখন আমরা আশপাশের গলিতে অবস্থান নিই,’ বলেন মিলাদ, যিনি তখনও জানতেন না, সামনে আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘অর্ধ ঘণ্টা পর আমরা আবারও একত্রিত হই এবং মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করি।’

ঠিক তখনই পুলিশ সরাসরি গুলি চালায়, যাতে যুবদল নেতা নবীন তালুকদারসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন।

ঢাকা কলেজ ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ ছিলেন আহতদের একজন, অন্য দুইজন হলেন কলেজ ছাত্রদলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল ইমরান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ।

একটি গুলি মিলাদের বাঁ হাতে লাগে এবং পেছন দিক দিয়ে বেরিয়ে যায়, ফলে তার বাঁ হাত অচল হয়ে পড়ে।

চিকিৎসা পেতে ঝক্কি

সে সময় সহকর্মীরা মিলাদকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও সেখানকার কর্তৃপক্ষ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়।

তিনি বলেন, ‘পরে আমাকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে কাকরাইল মোড়ে পুলিশ আমাদের আটকে দেয়। এরপর আমাকে শান্তিনগরের অরোরা হাসপাতালে নেওয়া হয়।’

সেখানে মিলাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় এবং সেদিনই তার অস্ত্রোপচার করা হয়। তবে একদিন পর ২১ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ১০ মিনিটের মধ্যে হাসপাতাল ছাড়ার অনুরোধ জানায়, কারণ গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল।

পরদিন মিলাদ আত্মগোপনে চলে যান এবং ২৩ জুলাই ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি হন, যেখানে ২৬ জুলাই তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়।

নিরাপত্তাজনিত কারণে ৩০ জুলাই তিনি বাড়ি ফিরে যান।

চিকিৎসা চলছে, ভবিষ্যৎ অনিশ্চিত

মিলাদ বর্তমানে আজিমপুরে ভাড়া বাসায় থাকেন এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ফিজিওথেরাপি করাতে হচ্ছে।

মিলাদ বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, আমার গুলিবিদ্ধ হাত কখনোই আগের মতো স্বাভাবিক হবে না। আরও এক বছর আমাকে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন। গুলির আঘাতে হাড় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে স্টিলের প্লেট বসানো হয়েছে, যা পরে অপসারণ করতে হবে।'

স্বৈরাচারের পতনে স্বস্তি

সবকিছু সত্ত্বেও শেখ হাসিনা সরকার পতন হওয়ায় স্বস্তি পেয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে আমার বিরুদ্ধে ১২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বহুবার জেল খেটেছি এবং ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি।’

তিনি দাবি করেন, ‘ডিবি পুলিশ আমাকে গুম করেছিল।’

চিকিৎসা খরচ প্রসঙ্গে মিলাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় তার খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার ব্যয় বহন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০