স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, পুলিশের গুলিতে থেমে গেল তানভীনের উড়াল

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:৩৫ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ১৪:৪১
শহীদ প্রকৌশলী জাহিদুজ্জামান তানভীন -ছবি : বাসস

প্রতিবেদন : মো. শফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : স্বপ্ন দেখতেন নিজের তৈরি ড্রোন উড়বে দেশ-বিদেশের আকাশে। কিন্তু সে স্বপ্ন অধরাই থেকে গেল। পুলিশের গুলিতে থেমে গেল মেকানিক্যাল প্রকৌশলী জাহিদুজ্জামান তানভীনের (২৬) উড়াল।

গত ১৮ জুলাই রাত ১১টা ৩০ মিনিটের পর রাজধানীর উত্তরার আজমপুরে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। গুলি তার গলা ভেদ করে বেরিয়ে যায়, এছাড়া বুকেও লাগে অসংখ্য ছররা গুলি।

তানভীন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা গ্রামের প্রকৌশলী শামসুজ্জামানের (৫৩) ছেলে। তবে পুলিশের ভয়ে সেদিন গ্রামের অনেকেই জানাজায় অংশ নিতে পারেননি।

রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজারের কাছে জামতলায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তানভীন। বাবা শামসুজ্জামান ডিপ্লোমা প্রকৌশলী, মা বিলকিস জামান গৃহিণী। একমাত্র বোন জেসিকা জামান (৩০) বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

২০২২ সালে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন তানভীন। এরপর তিন বন্ধু মিলে গড়ে তোলেন ‘অ্যান্টস’ নামের একটি প্রতিষ্ঠান, যা জরিপের কাজের পাশাপাশি অনলাইনে ড্রোন বিক্রি করত।

তিনি এই প্রতিষ্ঠানের ‘চিফ টেকনিক্যাল অফিসার’ ছিলেন। ২০১৮ ও ২০১৯ সালে বুয়েট নেভাল ডিপার্টমেন্টের আয়োজনে ‘বেস্ট শিপ ডিজাইন’ প্রতিযোগিতায়, এবং ২০২০ ও ২০২১ সালে ‘আনম্যানড এরিয়াল’ প্রতিযোগিতায় জয়ী হয় তার দল।

এছাড়া নাসার ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ’-এ তার দল বিশ্বে দশম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী থাকাকালে তিনি বুয়েট আয়োজিত ‘মডেল শিপ প্রপালশন কম্পিটিশন’-এও পুরস্কার পান।

দেশের গণ্ডি ছাড়িয়ে যুক্তরাজ্যভিত্তিক ইনস্টিটিউট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের আয়োজনে ইউএএস এয়ারক্রাফট সিস্টেম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ওই প্রতিযোগিতায় ছয়টি পুরস্কারের মধ্যে তিনটি তার দল অর্জন করে।

শহীদ তানভীনের মা বিলকিস জামান বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলতে বের হয় আমার ছেলে। দরজার সামনে এগিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। আমি সালামের উত্তর দিলাম। সেটাই আমার ছেলের সঙ্গে শেষ কথা।’

তিনি আরও বলেন, ‘এরপর ওর মোবাইল থেকে একজন আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ছেলে গুলি খেয়েছে, হাসপাতালে আসেন। দ্রুত কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে দেখি, বাথরুমের সামনে লাশ পড়ে আছে। আরও চারটি মরদেহ সেখানে ছিল।’

ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর মনোযোগী ছিলেন তানভীন। ২০২১ সালে আইসিটি বিভাগের ইনোভেশন গ্র্যান্ড প্রতিযোগিতায় জিতে ১০ লাখ টাকা অনুদান পান তিনি। সেই টাকা দিয়ে প্রতিষ্ঠা করেন ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান ‘অ্যান্টস’।

তিনি সরকারি চাকরিতে যেতে চাননি। মা-বাবা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বললেও বলেছিলেন, ‘মা, আমি ব্যবসা করব। কোনোদিনই সরকারি চাকরি করব না।’

তানভীনের চাচাতো চাচা মোকাররম হোসেন জানান, মরদেহ নিতে গেলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দেয়। পরে অনেক চেষ্টায় বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। আজমপুরে প্রথম জানাজার পর নবীনগরে নিয়ে যাওয়া হয় তাকে।

তার চাচা আবদুল হাই বলেন, ‘রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহ। পুলিশি উপস্থিতির কারণে অনেকেই জানাজায় আসতে সাহস পাননি। দ্রুত দাফন সম্পন্ন হয়।’

শহীদ তানভীনের বাবা দাফনের আগে গ্রামের মানুষকে অনুরোধ করেন, যেন তার একমাত্র ছেলের কবরের পাশে একটি নামফলক বসানোর অনুমতি দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি বায়েজিদুর রহমান (সিয়াম) জানান, জাহিদুজ্জামান তানভীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০ জনের খসড়া তালিকায় তানভীনের নাম ছিল। যাচাই-বাছাইয়ের পর শহীদদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার সুপারিশ গৃহীত হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০