ঢাকা থেকে মেয়ের জন্য বোরকা আনার কথা ছিল শহীদ আজমত আলীর

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:৩৫
শহীদ আজমত আলী : ছবি- বাসস

প্রতিবেদন : মোহাম্মদ নুর উদ্দিন

হবিগঞ্জ, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : মৃত্যুর একদিন পূর্বৈ এক মাত্র কন্যার জন্য ঢাকা থেকে বোরকা নিয়ে আসার কথা ছিল শহীদ আজমত আলী। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বুলেটে প্রাণ হারান দরিদ্র মাছ ব্যবসায়ী আজমত আলী। 

শহীদ আজমত আলীর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফজর আলীর ছেলে। তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। শহীদ আজমত আলীর বাবা ফজর আলী ও মা ছবিনা বিবি প্রায় ১০ বছর আগে মারা যান। স্ত্রী রবিরুন বেগম গৃহিণী।  

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাথে আলাপকালে শহীদ আজমত আলীর স্ত্রী জানান, আজমত আলী শহীদ হওয়ায় তিন ছেলে মেয়ে নিয়ে তিনি অনেক কষ্টে জীবন যাপন করছেন। 

শহীদ আজমত আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ১৭ বছর বয়সী বড় ছেলে মাহফুজ অভাব-অনটনে লেখাপড়া ছেড়ে এখন কাজের সন্ধানে ঘুরছেন। ছোট ছেলে মাহিনের বয়স ১০ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। আর একমাত্র মেয়ে নাদিরা স্থানীয় ম্যাপ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, শহীদ আজমত আলী বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর ধরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাছের আড়তে কাজ করে আসছিলেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ঢাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। মাছের আড়ত থেকেই ছুটে যেতেন আন্দোলনে। গত ৫ আগস্ট দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় সকালে আন্দোলনের সময়ে পুলিশের সাথে সংঘর্ষে গলায় গুলিবিদ্ধ হন আজমত আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঢাকায় গিয়ে লাশ সনাক্ত করে গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

শহীদ আজমত আলীর স্ত্রী রবিরুন বেগম বাসসকে জানান, তার স্বামী শহীদ হওয়ার পর জুলাই ফাউন্ডেশন থেকে ১০ লাখ, জামায়াতের পক্ষ থেকে ২ লাখ ও জেলা বিএনপির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন। মূলত অনুদানের টাকা দিয়েই তার সংসার চলছে।

তিনি বলেন, আমার তিন ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে। টাকার অভাবে বড় ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন একটা চাকরির জন্য ঘুরছে।  

রবিরুন জানান, ৪ আগস্ট রাতে বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কথা হয়েছে। কিন্তু একথাই শেষ কথা হবে কে জানত! পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে রবিরুনের পরিবার এখন দিশেহারা হয়ে পড়ছেন।

বিচার প্রসঙ্গে তিনি জানান, স্বামী হত্যার এখনও মামলা দায়ের করা হয়নি। তবে শিগিগির মামলা দায়ের করা হবে এবং প্রকৃত দোষীদের সঠিক বিচার হলে তিনি ও তার পরিবার শান্তি পাবেন বলে জানান। 

শহীদ আজমত আলীর কন্যা নাদিরা জানান, তার বাবার সাথে শেষ কথা ছিল তিনি তার মেয়ের জন্য ঢাকা থেকে বোরকা নিয়ে বাড়িতে আসবেন। কিন্তু বাবা আর বোরকা নিয়ে আসলেন না, আসলেন লাশ হয়ে। 

নাদিরা জানায়, তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে তার বাবার আত্মার শান্তি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ প্রধান উপদেষ্টার
ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত
চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, যুক্তরাষ্ট্রের বর্জন
নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও সমন্বিত চাষাবাদ বিষয়ে কর্মশালা
টিআরসিদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান কেএমপি কমিশনারের
বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ সিআইডির
১০