ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পের আয়োজনে রাজধানীর বনানীর আফটার আওয়ার্স রেসিডেন্সে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
বাংলাদেশের মেডিকেল এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট শিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার লক্ষ্যে আগামী ৯-১১ এপ্রিল অনুষ্ঠিতব্য জাপান মেডটেক ২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য গতকাল সোমবার এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
জাপানে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রদর্শনীতে টোকিও বিগ সাইটের হল ২ এবং ৩-এর ২৩০৪ নম্বর বুথে নিজেদের পণ্য প্রদর্শন করবে বাংলাদেশের এমপিপিই খাতের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানসমূহ। বিশ্বব্যাংকের অর্থায়নে ইসি৪জে প্রকল্প মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র মাধ্যমে বাংলাদেশের মেডিকেল এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট শিল্পখাতকে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে বিশ্বব্যাপী তুলে ধরবে বলে আয়োজকদের অভিমত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পের উপ-পরিচালক ও উপসচিব ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কম্পোনেন্ট কোঅর্ডিনেটর-২ (প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) মো. কামরুজ্জামান, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হাবিবুর রহমান এবং টেকনিক্যাল স্পেশালিস্ট আবু মেরাজ মোহাম্মদ ফুয়াদ উদ্দিন।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পের ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ তানভীর কামরুল ইসলাম। ওরিয়েন্টেশনে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সেমস-গ্লোবালের প্রতিনিধি মুহাম্মদ জাহিদ। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ওরিয়েন্টেশনে মেডিকেল এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিলো নেরিন করপুণ্য, রোবোলাইফ টেকনোলজি, ফারসিং নাইট কম্পোজিট-শ্যাঙ্গু গ্রুপ, বিবিট টেকনোলজিস লিমিটেড এবং ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনক লিমিটেড।