ঢাকা, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের বিশেষ সম্মানজনক পুরুস্কার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’-এ নতুন ‘ইনোভেশন’ ক্যাটাগরি চালু করার ঘোষণা দিয়েছে।
উদ্ভাবন-ভিত্তিক খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে বিডার ওয়েবসাইট https://bida.gov.bd/ & https://summit.bida.gov.bd/এর মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ, ২০২৫। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৯ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।
এ বছর থেকে ‘এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে: ১. স্থানীয় বিনিয়োগ, ২. বিদেশি বিনিয়োগ ৩. পরিবেশ, সামাজিক ও সুশাসন এবং ৪. নতুন যুক্ত হওয়া ‘ইনোভেশন’।
এই পুরস্কারের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ, পরিবেশবান্ধব কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এখন থেকে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের প্রভাব বিবেচনা করা হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় স্টার্টআপ ও উদ্ভাবনের ভূমিকা ক্রমাগত বাড়ছে। নতুন এই ক্যাটাগরির মাধ্যমে আমরা ঝুঁকি গ্রহণকারী, নবপ্রবর্তক ও ভবিষ্যতের শিল্পনেতাদের স্বীকৃতি দিতে চাই।’
তিনি বলেন, বিডা একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে প্রতিষ্ঠিত সংস্থার পাশাপাশি নতুন উদ্ভাবক ও উদ্যোক্তাদেরও বাংলাদেশে স্থিতিশীল উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে।