ঢাকায় ২৪ এপ্রিল শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৭
বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'মিট বাংলাদেশ এক্সপোজিশন' আয়োজনের ঘোষণা দেয়া হয়। ছবি: বাসস

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাত লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে ২৪ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন।’ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ অনুষ্ঠিত হবে। ২৪-২৫ এপ্রিল ২ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণীর রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান, প্রকল্পের প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম এবং প্রকল্পটির ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ তানভীর কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এই প্রদর্শনী লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। যেখানে এক ছাদের নিচে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, ভারত, ভুটান এবং মালয়েশিয়া প্রভৃতি দেশের ২৫ এর অধিক আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, ১০০০ এর অধিক স্থানীয় ক্রেতা এবং ১২০ এর অধিক অংশগ্রহণকারী কোম্পানি পরস্পরের মধ্যে বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) সংযোগ স্থাপন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এতে বাংলাদেশি উৎপাদনকারী সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, বিনিয়োগকারী ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

প্রদর্শনীতে আরো থাকছে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনা। এছাড়া, প্রদর্শনীকে কেন্দ্র করে একটি গ্র্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত থাকাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আয়োজকরা জানান ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে, তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণের নীতিগত লক্ষ্য অর্জনে প্রকল্পটি প্রত্যক্ষভাবে অবদান রাখছে। একইসাথে, এসব খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করার মাধ্যমে দেশের রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় প্রকল্পের উদ্যোগসমূহ সহায়ক হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্প মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র মাধ্যমে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য সম্পর্কিত শিল্পখাতের উৎপাদনকারী নিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০২৫ সালে ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এগুলো হলো, এমপিপিই পণ্য নিয়ে ৯-১১ এপ্রিল জাপানে ‘জাপান মেডটেক’, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে ১৩-১৬ মার্চ সিঙ্গাপুরে ‘কমেক্স আইটিশো’, প্লাস্টিক পণ্য নিয়ে ২৫-২৮ ফেব্রুয়ারি তুর্কিয়েতে ‘ইস্তাম্বুল টয় ফেয়ার’ এবং লেদার ও ফুটওয়্যার পণ্য নিয়ে ২৩-২৫ জানুয়ারি মিশরে ‘১৯তম কায়রো ইন্টার লেদার’ প্রদর্শনীসমূহে সফলতার সাথে অংশগ্রহণ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০