যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য এফটিএ চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪১

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেকেই মনে করেন এ ধরনের চুক্তি সম্ভব নয়। কিন্তু তা ঠিক নয়, সবকিছুই আলোচনার ওপর নির্ভর করে।’ 

আজ রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফস অ্যান্ড বাংলাদেশ: ইমপ্লিকেশনস অ্যান্ড রেসপন্স’ শীর্ষক এক সংলাপে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, বাহরাইন, জর্ডানসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের সঙ্গে দ্বিপাক্ষিক এফটিএ চুক্তি করেছে। এসব চুক্তির প্রক্রিয়া ও অভিজ্ঞতা বাংলাদেশকে ভালোভাবে পর্যালোচনা করতে হবে।

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশকে বড় ধরনের সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, এই সংস্কারগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে এফটিএ আলোচনা চালানোর ক্ষেত্রেও কার্যকর হবে।

মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিতে বলেন, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে এবং ইউএস প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারে বর্ণিত ‘কনটেন্ট রিকোয়ারমেন্ট’ সুবিধা গ্রহণে সাহায্য করবে।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকেও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনয়নে বাংলাদেশকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববাণিজ্যে উদ্ভূত অস্থিরতার প্রেক্ষিতে বাংলাদেশকে বিমসটেক’র মতো আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাজার ও পণ্যের বৈচিত্রায়নে এগিয়ে যেতে হবে বলেও তিনি মত দেন।

তিনি বলেন, ‘এফটিএ এবং কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এ্যাগ্রিমেন্টস (সিইপিএ) এর সুযোগগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করতে হবে। দরকষাকষির সক্ষমতা আরও জোরদার করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বিকেএমইএ’র সাবেক সভাপতি ও প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশনের সাবেক সদস্য ও ট্রেড বিশেষজ্ঞ ড. মোস্তফা আবিদ খান, এইচএসবিসি বাংলাদেশ-এর সিইও মো. মাহবুব উর রহমান, বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ডিসিসিআই’র সাবেক সভাপতি শামস মাহমুদ এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি ও শ্রম অধিকার কমিশনের সদস্য তাসলিমা আখতার লিমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বব্যাপী টিকা-প্রতিরোধযোগ্য রোগ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ
রূপনগরে রাস্তায় অবৈধভাবে নির্মিত ৮টি গেইট গুড়িয়ে দিয়েছে ডিএনসিসি
কামরাঙ্গীরচর থেকে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার
হবিগঞ্জে ভারতীয় পণ্য আটক
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর / কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী ক্রীড়াবিদরা
নওগাঁয় ‘রূপশ্রী অপেরা’ বইয়ের মোড়ক উন্মোচন
জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট ওয়াপদা খাল খনন
কর্মসংস্থান, বাণিজ্য বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা আধুনিকীকরণে বিশ্বব্যাংকের ৮৫ কোটি ডলার আর্থিক সহায়তা
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
১০