ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য আমানত ও ঋণ হারের বিস্তারিত তথ্য অনলাইনে জমা দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে।
গত ১৬ এপ্রিল নতুন দুটি রিপোর্টিং ফরমেট চালু করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, “T_ME_M_DEPO_DRI” এবং “T_ME_M_LNA_RATES” নামে দুটি রিপোর্টিং ফরমেটের মাধ্যমে মাসিক ভিত্তিতে নির্ধারিত তথ্য প্রেরণ করতে হবে। এসব তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অনলাইনে আরআইটি প্ল্যাটফর্মে সাবমিট করতে হবে। নির্ধারিত কাঠামোতে এসব তথ্য বিস্তারিত দিতে হবে। এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকসমূহকে ঋণের আরআইটি-তে বিদ্যমান ৭টি কোর্ডের পাশাপাশি শেয়ার ট্রেডিং, হোলসেল এবং ট্রেডিং, লিজ ফাইন্যান্সিং, রিটেইল লোন, হোলসেল বিজনেস এবং অনন্যা বাণিজ্যিক ঋণের উদ্দেশ্যে বিতরণকৃত সকল ঋণের আগাম সুদহার ট্রেড এন্ড কমার্স শীর্ষক একটি কোডের মাধ্যমে সংযুক্ত করতে হবে এনেক্সার ৮টি ক্যাটাগরি অনুযায়ী ঋণ বিতরণের তথ্য দিতে হবে, যার মধ্যে রয়েছে: কৃষি, বৃহৎ শিল্প, কনজ্যুমার ক্রেডিট, ক্রেডিট কার্ড, সেবা খাত, ট্রেড এন্ড কমার্স, এসএমই এবং অন্যান্য খাত। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যেই এসব তথ্য সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নতুন নির্দেশনার মাধ্যমে দেশের ব্যাংকিং খাত আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক হয়ে উঠবে, যা অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।