বৈদেশিক মুদ্রায় পরীক্ষার ফি পরিশোধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস): বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত ফি বৈদেশিক মুদ্রায় পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

যেসব পরীক্ষা স্থানীয় কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয় শুধু সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই অনুমোদন প্রযোজ্য।

কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলো এখন অনুমোদিত পরীক্ষা কেন্দ্র বা অপারেটরদের মাধ্যমে টোফেল, এসএটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য পরীক্ষা সংক্রান্ত ব্যয় ও ফি স্থানীয় মুদ্রা (টাকা) হিসেবে গ্রহণ করতে পারবে এবং সেগুলো বিদেশে প্রেরণের (আউটওয়ার্ড রেমিট্যান্স) জন্য অনুমোদন দিতে পারবে।

তবে, কেন্দ্রগুলো বিদেশি কর্তৃপক্ষের অনুমোদিত কি না, তা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে যথাযথ যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) কার্যক্রম পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত ইনভয়েস, ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র এবং আবেদনকৃত তথ্য সঠিক ও বিদেশি পরীক্ষার্থীদের অন্তর্ভুক্ত না থাকার ঘোষণাপত্র দাখিল করতে হবে।

যেকোনো ভুল তথ্য বা হিসাব প্রদানের ক্ষেত্রে আবেদনকারী দায়ী থাকবে এবং প্রয়োজনে ওই অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।

এই ধরনের রেমিট্যান্স একটি নির্ধারিত ব্যাংক শাখার মাধ্যমে প্রক্রিয়াকরণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংককে তা অবহিত করতে হবে। চাইলে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ব্যবহার করেও এই লেনদেন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকগুলোকে এসব লেনদেনের বিস্তারিত ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০