নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষ পূর্তিতে বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’ প্রকাশিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে নজরুল চেতনাকে নতুনভাবে উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, নজরুল গবেষক সাজেদ কামাল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, বইটির সম্পাদক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী টিটো মুন্সী নজরুলের ‘নার’ কবিতা এবং শিমুল পারভিন নজরুলের ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন, যা শ্রোতাদের আবেগাপ্লুত করে।

বইটিতে ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ১১টি কবিতা ১১টি আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়েছে। এতে নজরুলের সাম্যবাদ ও সাহিত্যচিন্তা নিয়ে ১০টি প্রবন্ধ সংকলিত হয়েছে। গ্রন্থটি নজরুলকে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুনভাবে পরিচিত করানোর প্রয়াস।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘জাতীয় কবির সাম্যের বাণী শুধু বাংলা সাহিত্যের সম্পদ নয়, এটি বৈশ্বিক মানবতারও সম্পদ। আমরা চাই নজরুলের কাব্য ও দর্শন বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যাক। ‘গাহি সাম্যের গান’ সেই প্রয়াসেরই অংশ।’

নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা বলেন, ‘নজরুল কাউকে কুর্নিশ করেননি, তিনি নিজের পথ নিজেই কেটে এগিয়ে গেছেন। এ সংকলন নজরুল চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে।’

নজরুল গবেষক সাজেদ কামাল বলেন, মাত্র ১১টি কবিতা নিয়ে ছোট্ট বই ‘সাম্যবাদী’, কিন্তু এর মধ্যে সাম্য, ধর্ম, নারী-পুরুষ সমতা, ধনী-গরিব বৈষম্যহীনতা এমনকি পরিবেশ চিন্তাও প্রতিফলিত হয়েছে- যা পৃথিবীতে বিরল উদাহরণ।’

বইটির সম্পাদক ইকরাম আহমেদ লেনিন উল্লেখ করেন, সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা নজরুলের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দর্শন স্পষ্টভাবে প্রকাশ করেছে। শতবর্ষ পূর্তিতে এ সংকলন প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’

অতিথিরা বলেন, নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ মানবতার মুক্তি ও সামাজিক ন্যায়ের চিরন্তন ঘোষণা। শতবর্ষ পরেও এর প্রাসঙ্গিকতা অটুট। বহুভাষিক এই সংকলন নজরুলকে নতুন প্রজন্ম ও বিশ্বমঞ্চে আরও সুপরিচিত করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি : নৌ পরিবহন উপদেষ্টা
বিল ও জলাশয় সংরক্ষণ গণশুনানী হবে : পরিবেশ উপদেষ্টা
আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নওগাঁয় বিএনপি’র  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ
শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা 
নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার বাংলাদেশের জেসি
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের
দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তারে ড. শমসের আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: স্মরণ সভায় বক্তারা
ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
১০